অদ্য ৩০ নভেম্বর ২০২০ ইং তারিখে আগৈলঝাড়ায় বিপিইউএস কমপ্লেক্সে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) এর আয়োজনে লাইট ফর দ্যা ওয়ার্ল্ড ও উইমেন উইথ্ ডিজএ্যাবিলিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিডিএফ) এর সহযোগিতায় কোভিড-১৯ প্রেক্ষাপট ও প্রতিবন্ধী নারীর অবস্থা শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরন ও আয়বর্ধক খাতে চারজন প্রতিবন্ধী ব্যক্তিকে নগত অর্থ বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম, উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা, বিপিইউএস এর সভাপতি জেমস রিপন বাড়ৈ, জনাব সুনীল কুমার বাড়ৈ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ আগৈলঝাড়া উপজেলা ও সহ-সভাপতি বিপিইউএস, মেরিস্টপস এর ডিজিও রাজিব, স্থানীয় ইউপি সদস্য জনাব সুদিন এবং বিপিইউএস এর উন্নয়ন কর্মীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব বদিউল আলম বাবুল (সরকারের পুরস্কার প্রাপ্ত ব্যক্তি)।