অদ্য ২৪ ডিসেম্বর ২০২০ ইং তারিখে আগৈলঝাড়ায় শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) এর আয়োজনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এবং ৫০জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, ব্যাগ, চার্জার লাইট, স্কেল ও নগত অর্থ বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা চেয়ারম্যান, আগৈলঝাড়া, , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুনিল কুমার বাড়ৈ, সভাপতি, বাংলাদেশ আওয়ামিলীগ, আগৈলঝাড়া উপজেলা ও সহ সভাপতি (বিপিইউএস), জনাব রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান, আগৈলঝাড়া,বরিশাল। জনাব মলিনা রানী রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, আগৈলঝাড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবুল হাসেম উপজেলা নির্বাহী অফিসার, আগৈলঝাড়া ও বিপিইউএস এর উন্নয়ন কর্মীবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য প্রদান ও অনুষ্ঠানের মূলপ্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব বদিউল আলম বাবুল (রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তি)।