অদ্য ১০ই ফেব্রুয়ারী ২০২০খ্রিঃ বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে ইউএসএইড এর অর্থায়নে ও ব্লু‘ল ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় ব্লাস্ট, এনজিডিও ও এনসিডিডব্লিও “এক্সপান্ডিং পার্টিসিপেশন অব পিপল উইথ ডিজএবিলিটি (ইপিডি) প্রোগ্রাম” নামক প্রকল্পটির সমাপণী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চৌধুরী রওশন ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আগৈলঝাড়া,বরিশাল। বিশেষ