EMAIL US AT bpus123@gmail.com
CALL US NOW +88 01715-211956
DONATE NOW

সিলেট সিটি কর্পোরেশন এবং সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বন্যার্ত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১ম ধাপে বিপিইউএস কর্তৃক ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে!

প্রিয় উন্নয়ন সাথী ও সহকর্মীবৃন্দ,

আমরা আনন্দের সহিত জানাচ্ছি যে, গত ২১শে জুলাই ২০২২ খ্রিঃ  আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)  এর উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন এবং সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ৫০০ জন বন্যার্ত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও প্রাথমিক ঔষধ ইত্যাদি বিতরন করা হয়েছে। তাহিরপুর উপজেলায় ত্রান বিতরনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব রায়হান কবির, বাংলাদেশ আওয়ামিলীগ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন খান, সম্পাদক জনাব অমল কান্তি কর, তাহিরপুর সদর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব জুনাব আলী ও সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ত্রান বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব নুসরাত আজমেরী হক, সিলেট জেলার সমকাল এর ব্যুরো প্রধান জনাব মুকীত রহমানী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর এর প্রতিনিধি আব্দুর রশীদ রেনু, রসময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল হক, গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (GDF) এর নির্বাহী পরিচালক জনাব বায়েজিদ, রহমানীয়া কল্যান সংস্থা এর পরিচালক জনাব আতাউর রহমান খান সামসু, বাংলাদেশ ঈক্যুয়াল কমিউনিটি এডভান্সমেন্ট এর নির্বাহী পরিচালক রোকসানা বেগম, প্রতিবন্ধী নাগরিক পরিষদ এর সম্পাদক জনাব মাছুম আহমেদ চৌধুরী, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এর হেড মিস্ট্রেস সুরাইয়া নাসরিন, সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থা এর নির্বাহী পরিচালক জনাব মহসিন দিদার প্রমুখ ।

সিলেট জেলায় কর্মরত প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ৭টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহ কে সম্পৃক্ত করে ত্রান কার্যক্রম ১ম ধাপে পরিচালনা করা হয়।

Dear Development Partners & Friends,

Warmest greetings from Bangladesh Protibandhi Unnayan Sangstha (BPUS)!.

We are delighted to inform you that we have provided dry food, drinking water and medicine among the flood affected people with disabilities and their families in  Sylhet and Tahirpur Upazula in the District  of Sunamganj  through involving the local disabled people’s organizations as well as administrations  in 1st step.

Please see the attached photos of the distribution program.

Actually the condition has become very much worse in Sunamganj District.

There is more assistance needed for survival of the flood affected people.

However, we shall  distribute the food packages,WASH & medical care among the flood affected people with disabilities and their families in Sylhet  and Sunamganj District next week for the 2nd time.

We would like to receive funds and other emergency support from all of you in order to distribute food packages as well as cash among the remaining flood affected people.

Please help us by providing your financial support & suggestion for the greater interest of the flood affected people as much as you can.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Deprecated: Function create_function() is deprecated in /home/bpusbd/public_html/wp-content/themes/helpinghands/framework/inc/sd-theme-functions/sd-functions.php on line 190
Translate »