বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে বরিশাল জেলা প্রশাসকের সভা কক্ষে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
অদ্য ১৯ শে নভেম্বর ২০১৯ খ্রীঃ বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ও ব্লু’ল ইন্টারন্যাশনাল, এলএলপি ইউএসএইড, জাতীয় তৃনমূল প্রতিবন্ধী সংস্থা, প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগীতায় বরিশাল জেলা প্রশাসকের সভা কক্ষে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন বিষয়ক ১টি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব এস,এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লু’ল ইপিডি প্রকল্পের পরিচালক জনাব হেজি স্মিত এবং সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব আল-মামুন তালুকদার। সেমিনারে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা সুরক্ষা কমিটির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ যেমন -অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব ফিরোজ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রাশিদা বেগম,জেলা হেয়ার স্কুল-এর প্রধান শিক্ষক জনাব শাহিনা আক্তার,ডিপুটি সিভিল সার্জন জনাব মো:মাহামুদ হাসান, জনাব এ.এস.পি সুকুমার রায়,মানবাধিকার-এর বিজ্ঞ ব্যক্তি জনাব হাবিবুর রহমান এবং সাংবাদিক বৃন্দ ও এনজিও প্রতিনিধি জনাব জাহাঙ্গীর কবির নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ,সিআিরপির প্রতিনিধি,আইসিডিএ-এর প্রধান উপদেষ্টা জনাব আনোয়ার জাহিদ এবং প্রতিবন্ধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক তার মূল্যবান বক্তব্যে বলেন যে জেলা সুরক্ষা কমিটির মাধ্যমে বরিশাল জেলায় অবশ্যই আমরা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন করবো। এছাড়াও জেলা প্রশাসক মহোদয় তার নিজ উদ্যোগে আগামী ৪ ডিসেম্বর ২০১৯ খ্রীঃ তারিখে জেলা সুরক্ষা কমিটির সভা করার ঘোষনা দেন।সেমিনারে সভাপতিত্ব করেন সরকারের পুরস্কার প্রাপ্ত ব্যক্তি জনাব বদিউল আলম-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিপিইউএস বরিশাল।