EMAIL US AT bpus123@gmail.com
CALL US NOW +88 01715-211956
DONATE NOW

প্রতিবন্ধী ব্যক্তির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

তারিখঃ ২৪ জুন ২০২১

বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) এর আয়োজনে রাজধানীর মিরপুরে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকদের কে প্রতিবন্ধী ব্যক্তির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক দিন ব্যাপি এক প্রশিক্ষণ প্রদান করা হয় । প্রশিক্ষণে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন সমুহের ২৫ জন নারী পুরুষ অংশগ্রহন করেন । প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিয়া বক্তব্য প্রদান করেন, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও বার্ডো এর নির্বাহী পরিচালক জনাব সাইদুল চুন্নু ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিয়া বক্তব্য রাখেন ভিপস এর সাধারন সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম, প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ এর সভাপতি নাসিমা আক্তার, ও জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি জনাব সুশান্ত প্রমুখ । প্রশিক্ষণে স্বাগত বক্তব্যসহ সভাপতিত্ব করেন বদিউল আলম, নির্বাহী পরিচালক বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়নসংস্থা ( বিপিইউএস ) ।

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Deprecated: Function create_function() is deprecated in /home/bpusbd/public_html/wp-content/themes/helpinghands/framework/inc/sd-theme-functions/sd-functions.php on line 190
Translate »