EMAIL US AT bpus123@gmail.com
CALL US NOW +88 01715-211956
DONATE NOW

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরাও সফলভাবে মুদি দোকান করতে পারে যার উজ্জল দৃষ্টান্ত মোঃ জালাল বেপারী

প্রিয় উন্নয়ন সাথী ও প্রতিবন্ধী ভাই ভগ্নীগণ,

সকলকে আনন্দের সহিত জানাচ্ছি যে, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) এর এক জন সন্মানিত সদস্য যার নাম মোঃ জালাল বেপারী, তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। মোঃ জালাল বেপারী বরিশালের আগৈলঝাড়া উপজেলাস্থ ফুল্লশ্রী গ্রামে একটি মুদি দোকান করেছে। তিনি নিজেই চাল, ডাল, লবন, তৈলসহ অন্যান্য জিনিসপত্র নিজেই পালায় সঠিক ভাবে পরিমাপ করে বিক্রি করছে এবং প্রতিদিন ৬০০ থেকে ৮০০ টাকা অর্থ উপার্জন করছে। মোঃ জালাল বেপারী বিপিইউএস এর অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পণ্য পরিমাপ করার প্রশিক্ষন দেয়। তার বাস্তব অভিজ্ঞতা অন্যান্য দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা কাজে লাগিয়ে আত্ম নির্ভরশীল হতে পারেন। আমরা দেখতে পারছি যে, ইচ্ছা থাকিলেই উপায় হয়। যেমনটি দৃষ্টি প্রতিবন্ধী মোঃ জালাল বেপারীর হয়েছে।

বদিউল আলমপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক

বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) ও

সভাপতি

ন্যাশনাল এ্যলায়েন্স অব ডিজএ্যাবেল্ড পিপলস্ অরগানাইজেশনস(ন্যাডপো)

প্রতিবন্ধী মানুষের উন্নয়নে সরকারের পুরস্কার প্রাপ্ত

আগৈলঝাড়া, বরিশাল

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Deprecated: Function create_function() is deprecated in /home/bpusbd/public_html/wp-content/themes/helpinghands/framework/inc/sd-theme-functions/sd-functions.php on line 190
Translate »