আমরা আনন্দের সহিত জানাচ্ছি যে অদ্য ২রা নভেম্বর রোজ মঙ্গলবার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)-এর উদ্যোগে বরিশাল জেলাধীন গৌরনদী ও উজিরপুর উপজেলায় প্রতিবন্ধী শিশুদের প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন কার্যক্রম গৌরনদী পৌরসভার মাননীয় মেয়র জনাব হারিছুর রহমান এবং উজিপুর উপজেলার সম্মানীত উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মজিদ শিকদার(বাচ্চু) উদ্বোধন করেন। এসময়ে গৌরনদী ও উজিরপুর উপজেলার নেতৃ স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ এবং উজিরপুর সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজর মোঃ লিয়াকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিইউএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম (বাবুল), প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকারের পুরস্কার প্রাপ্ত।